আলাস্কা উপকূলের কাছে বেরিং সাগরে দুই দেশের যুদ্ধবিমান নিয়ে চলেছে এই মহড়া। যদিও দুই দেশই জানিয়েছে, তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে নয়, নিজেদের নিরাপত্তা জোরদারের জন্য এই মহড়া করা হয়েছে।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও প্রস্তুত আছে। অস্টিন জানান, এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেনি।
ইউক্রেনে সেনা অভিযানের পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় আসলে মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদার হয় বেইজিংয়ের। এরপর থেকে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।