আন্তর্জাতিক বাণিজ্য
0

চীনা সদর দপ্তর তৈরিতে প্রায় ১৪ কোটি ডলার বিনিয়োগ করবে ফক্সকন

অ্যাপলের আইফোন অ্যাসেম্বল থেকে শুরু করে চুক্তিভিত্তিতে বৈদ্যুতিক পণ্য উৎপাদনে বিশ্ববাজারে বেশ পরিচিত তাইওয়ানের কোম্পানি ফক্সকন। এবার চীনের ঝেংজুতে ব্যবসাকেন্দ্রিক নতুন সদরদপ্তর চালুতে ১৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে কোম্পানিটি।

সাবেক হন হাই প্রিসিশন ও বর্তমান ফক্সকন এরই মধ্যে হেনানের প্রাদেশিক সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে ৭০০ একর জমিতে নতুন সদর দপ্তর তৈরির কাজ করা হবে।

সংশ্লিষ্ট ও বাজার বিশ্লেষকদের তথ্যানুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অ্যাপ্লিকেশনের জন্য ফক্সকনের কাছে সার্ভারের চাহিদা ক্রমশ বাড়ছে। কোম্পানির গ্রাহকদের তালিকায় এআই চিপ নির্মাতা এনভিডিয়াও রয়েছে।

অন্যদিকে চলতি মাসে তাইওয়ানের কোম্পানিটি এআই সার্ভার চাহিদার প্রেক্ষিতে প্রত্যাশার তুলনায় ভালো মুনাফা অর্জনের পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে চলতি প্রান্তিকেও প্রবৃদ্ধির ধারা ধরে রাখার কথা জানিয়েছে।

এপ্রিলে চীনের হেনান প্রদেশের নতুন ব্যবসায়িক সদরদপ্তর চালুর বিষয়ে ঘোষণা দিয়েছিল ফক্সকন। এখানে নতুন প্রযুক্তি ও এ সংক্রান্ত গবেষণা পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছিল। তবে সে সময় বিনিয়োগের পরিমাণ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

আইফোন তৈরির জন্য ঝেংজুতে সবচেয়ে বড় কারখানা ছিল। কিন্তু ২০২২ সালে কভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ায় সেখানকার কার্যক্রম বন্ধ করে দেয়ার পাশাপাশি কর্মীদেরও সরিয়ে নেয়া হয়। —রয়টার্স

 

এএইচ