মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা থেকে বাইডেনের সরে দাঁড়ানোর ঘোষণার পর এই পদে লড়তে মনোনয়ন পেতে সমর্থন পাচ্ছেন কামালা হ্যারিস। ডেলওয়্যারে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, বন্দুক সহিংসতাসহ দেশের নানা সংকট নিয়ে কাজ করবেন।
কামালা হ্যারিস বলেন, 'এই দৌড়ে সামিল হতে পেরে আমি গর্বিত। এ মনোনয়ন পাওয়া আর নির্বাচনে জেতা আমার উদ্দেশ্য। অনেকেই নিজের স্বার্থে নিয়মনীতি পরিবর্তন করে। ট্রাম্প কেমন তা আমরা জানি। এ প্রচারণায় তার সামনে গর্বের সঙ্গে দাঁড়াতে চাই।'
কামালা অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কট্টর নিয়মনীতির মধ্যে নিয়ে যেতে চান। আগামী ৭ আগস্ট ঘোষণা হবে, কে হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মনোনীত পদপ্রার্থী। বিশ্লেষকরা বলছেন, কামালাকে কেউ এখনও চ্যালেঞ্জ করেনি। তবে তার সামনে এখন অনেক চ্যালেঞ্জ।
এরপরই রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত জেডি ভ্যান্স সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওহাইওতে।
তিনি বলেন, 'জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে জঘন্য প্রেসিডেন্ট। এরচেয়েও বেশি নেতিবাচক অবস্থানে আছেন কামালা হ্যারিস।'
নেভাদা, উইসকনসিন, মিশিগান, পেনিসিলভানিয়া, অ্যারিজোনা, জর্জিয়ায় ডেমোক্রেট আর রিপাবলিকান প্রার্থীর জয়-পরাজয়ের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে, কোন দলের দখলে যাবে হোয়াইট হাউজ।