ক্রিকেট
এখন মাঠে
0

এশিয়া কাপ: আগামীকাল দুপুরে টাইগ্রেসদের মুখোমুখি মালয়েশিয়া

নারী এশিয়া কাপে টানা ১১ ম্যাচ হারের পর অবশেষে স্বস্তির জয় বাংলাদেশের মেয়েদের। আর এতেই টিকে রইলো সেমিফাইনালের আশা। আর মেয়েদের প্রাথমিক লক্ষ্য পূরণে করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আগামীকাল (বুধবার, ২৪ জুলাই) বেলা আড়াই টায়।

বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। আর প্রথম ম্যাচে হেরে সেটিও পরে গেছে যদি-কিন্তুর গ্যাঁড়াকলে। কারণ থাই মেয়েদের হারালেও রানরেটে তাদের থেকে পিছিয়ে আছে জ্যোতি-মুর্শিদারা।

তাই শুধু মালয়েশিয়ার সাথে শেষ ম্যাচ জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে থাইল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচের দিকে সাথে কামনা করতে হবে স্বাগতিকদের জয়।

মুর্শিদাকে নেয়া হয়নি লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে, একাদশে ফিরেই মুর্শিদা ছড়ি ঘুড়িয়েছেন থাই বোলারদের ওপর। ব্যাট হাতে রীতিমতো শাসন করেছেন প্রতিপক্ষের বোলারদের। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে মেয়েরা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর