শেয়ারমূল্য বেড়ে যাওয়ায় অ্যাপলের বর্তমান বাজারমূল্য ৩ দশমিক ৬২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি অ্যাপলের বিক্রি বৃদ্ধি ও শেয়ারমূল্য বৃদ্ধির পূর্বাভাস দেয়ার পরই কোম্পানিটির বাজারমূল্য বেড়েছে।
সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের মতে, গত মাসে অ্যাপল ইন্টেলিজেন্স প্রকাশ করার পর কোম্পানির পণ্য বিক্রি ও শেয়ার মূল্য বাড়তে শুরু করেছে। মূলত এর মাধ্যমে গুগল ও মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে গেল কুপারটিনোভিত্তিক এ প্রযুক্তি জায়ান্ট।
শুধু চলতি বছরই পুঁজিবাজারে অ্যাপলের দর বেড়েছে প্রায় ২০ শতাংশ। এর ফলে শেয়ারপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২৩৬ ডলার ৩০ সেন্ট। স্ট্যানলির বিশ্লেষকরা জানান, অ্যাপল ইন্টেলিজেন্সের কারণে আইফোন ও আইপ্যাড বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়বে।
এক পূর্বাভাসে আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২ বছরে অ্যাপল ২৩ থেকে ২৫ কোট আইফোন বিক্রি করতে পারে। এছাড়াও কোম্পানির শেয়ারমূল্য বেড়ে ২৭৩ ডলারে উন্নীত হতে পারে বলেও জানানো হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, জেনএআইনির্ভর স্মার্টফোন বাজারজাতের মাধ্যমে চলতি বছর বাজার নিয়ন্ত্রণে রাখবে স্যামসাং ও অ্যাপল।
বর্তমানে বিশ্বের প্রায় ১৬ শতাংশ স্মার্টফোনের বাজার অ্যাপলের দখলে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি'র তথ্যানুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে অ্যাপল ৪ কোটি ৫২ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে। যেখানে এর আগের বছর এর পরিমাণ ছিল ৪ কোটি ৪৫ লাখ ইউনিট।