উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকান পার্টি'র মনোনয়ন পেলেন ট্রাম্প

আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। সোমবার (১৫ জুলাই) উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

এ সময় ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জে ডি ভ্যান্সকে রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন ভ্যান্স। তবে, ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি।

গেল শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারী। এতে কানে আঘাত পান রিপাবলিকান এই নেতা। হামলার পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির ২ হাজার ৩৮৭ জন ডেলিগেট তার প্রতি সমর্থন জানিয়েছেন।

আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) পর্যন্ত রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলবে। প্রতি চার বছর পরপর এ সম্মেলন করে দলটি।

এসএস