দেশে এখন
0

আন্দোলনের নামে বাজে স্লোগান রাষ্ট্রের অস্তিত্বে আঘাত: ওবায়দুল কাদের

আন্দোলনের নামে বাজে স্লোগান রাষ্ট্রের অস্তিত্বে আঘাত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (সোমবার, ১৫ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, '৩০ লাখ শহীদের দেশে রাজাকারের ঠাঁই হতে পারে না। যারা রাষ্ট্র চেতনাকে আঘাত করে তারা কেমন শিক্ষার্থী?'

তিনি বলেন, 'স্বাধীনতা বিরোধী সব কাজ প্রতিরোধ করা হবে, আস্ফালন মেনে নেয়া হবে না। ছাত্র আন্দোলনে ঔদ্ধত্য দেখালে আমরা প্রতিহত করবো। যেকোন অপশক্তিকে মোকাবেলা করা হবে।'

কোটা নিয়ে বারংবার অবস্থা জানানো হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'আদালতের বাইরে গিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।'

আন্দোলনের নামে জনদুর্ভোগ মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর