ঘোষণায় বলা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্পকে তার অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হবে। রাজনৈতিক মত প্রকাশের অধিকার নিশ্চিত করতেই মেটার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।
তবে, ভবিষ্যতে ট্রাম্প যদি মেটার সংশোধিত নীতিমালা লঙ্ঘন করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়।
এর আগে ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পের ফেসবুক ও ইন্সটা অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল টেক জায়ান্ট মেটা। প্রতিক্রিয়ায় ট্রাম্প নিজেই ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি সামাজিক মাধ্যম খুলে বসেন।