ক্রিকেট
এখন মাঠে
0

প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইকুয়েডর

আসরের সেমিফাইনালে উন্নতি হলেই ৪ মিলিয়ন ডলার পুরস্কার পাবে কোপা আমেরিকার দলগুলো। এমন সমীকরণের অর্থ পুরস্কার সামনে রেখে আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইকুয়েডর। কিন্তু, বিশ্ব চ্যাম্পিয়নদের এ ম্যাচে ভাবনায় আছে মেসির খেলা নিয়ে। অন্যদিকে, সেমিতে যেতে হলে ইতিহাস গড়তে হবে ইকুয়েডরকে।

জিতলেই রেকর্ড পরিমাণ ১৬ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার পাবে। কোপা আমেরিকার এই কোটি কোটি টাকা জয়ের পথে হট ফেভারিট দল আর্জেন্টিনা। সাথে কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ১৬টি ট্রফি ঘরের তোলার রেকর্ড গড়বে আলবিসেলেস্তেরা। সেই অভিযানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর।

কোপার এই মঞ্চে মেসির সবচেয়ে বেদনার গল্প আছে। ২০১৬ আসরে চিলির কাছে হারের যন্ত্রণা সহ্য করতে না পেরে ফুটবল থেকে অবসর নিয়ে ছিলেন মেসি। এরপর যখন ফুটবল জাদুকর ফিরেছেন, ফুটবল ধরনীর সব সব কিছুই জয় করেছেন।

কিন্তু, প্রতিপক্ষের আগে আর্জেন্টিনার যতো ভাবনা দলের সেই নয়নমণিকে নিয়েই । নিষেধাজ্ঞা শেষে ডাগআউটে ফিরেছেন কোচ স্কালোনি। তবে, দলটির প্রাণভোমড়া লিওনেল মেসিকে ইকুয়েডরের বিপক্ষে পাওয়া নিয়ে শঙ্কা আছে বিশ্বকাপ জয়ীদের।

তবে, স্বস্তির খবর হাঁটুর ইনজুরিতে ভোগা মেসি ফিরেছেন অনুশীলনে। কিন্তু, ম্যাচ খেলার জন্য কতটা ফিট সেই শঙ্কা থেকেই যায়। বিশ্ব সেরা মেসিকে সেরা একাদশে পাওয়া নিয়ে দ্বিধায় থাকলেও, আর্জেন্টিনার ফরমেশন হবে ৪-৩-৩ এ। কোপা আমেরিকার শত বছরের ইতিহাসে কখনোই ইকুয়েডরের কাছে হারেনি ডি মারিয়া মার্টিনেজরা।

আর্জেন্টিনা যেখানে টানা শিরোপা জয়ের মিশনে আছে। সেখানে মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরে চতুর্থ ট্রফি জয়ের সংকল্প ইকুয়েডরের। ৩০ বছর হলো কোপা তাদের আছে অধরা রয়েছে। তবে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে ফুটবল ধরণীতে দারুণ ছন্দে থাকা মেসির আর্জেন্টিনাকে হারিয়ে নতুন ইতিহাসের জন্ম দিতে হবে ইকুয়েডরকে।

নতুন ইতিহাস নাকি রেকর্ড ১৬ নম্বর কোপা জয়ে আরেক ধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা। অপেক্ষায় থাকতেই হচ্ছে ভক্তদের।

এসএস