শিক্ষা
দেশে এখন
0

আবহাওয়ার জন্য শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে: শিক্ষামন্ত্রী

আবহাওয়ার জন্য শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার (৩০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এইচএসসি ও সমমনা পরীক্ষা-২০২৪ সংক্রান্ত বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছরের তুলনায় এবার শিক্ষার্থীর সংখ্যা বেশি। এবার অনুপস্থিত হার ১ শতাংশ।

প্রশ্ন ফাঁস বিষয়ে তিনি বলেন, 'কোনো তথ্য নেই এগুলো গুজব। আগামী বছর থেকে পরীক্ষার সময় এগিয়ে আনা হবে। যতটুকি সম্ভব শুষ্ক মৌসুমে নেয়ার চেষ্টা করছি। পরীক্ষার সম্ভাব্য সময় এপ্রিল হতে পারে। আর এবারের পরীক্ষায় অনুপস্থিতির পরিমাণ খুবই কম।'