রোহিতদের দেয়া রান তাড়া করতে নেমে দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। হ্যান্ডিকসকে ৪ রানে বোল্ড করে প্রথম ব্রেক থ্রু এনে দেন বুমরাহ।
এরপর ওয়ানডাউনে নামা অধিনায়ক মার্করামকে ৪ রানেই আউট করেন আর্শ্বদীপ সিং। ২৩ রানেই ২ উইকেট হারিয়ে বেশ চাপে পরে প্রোটিয়ারা। সেখান থেকে স্টাবসকে সাথে নিয়ে দলকে এগিয়ে নেন ডি কক।
৩১ রানে স্টাবকে আক্সার প্যাটেল আউট করলে আবারও ম্যাচে ফেরে ভারত। তবে সেখান ক্লাসেন ও ডি কক মিলে ভালো অবস্থানে নেই দক্ষিণ আফ্রিকাকে। ৫২ রানে ক্লাসেন আউট হলে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি ডি-ককও। তাকে ৩৯ রানে আউট করেন আশ্বদিপ সিং।
শেষদিকে আরও কেউ দাঁড়াতে না পারলে হার নিয়ে মাঠ ছাড়তে হায় প্রোটিয়াদের। এরআগে কেনজিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ওভারেই কোহলির ৩ চারে ১৫ রান আসে।
এরপর দ্বিতীয় ওভারে কেশাব মাহরেজ এসে রোহিত ও পান্থকে ফেরান। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি সুরইয়া কুমার ইয়াদবও। ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পরে ভারত।
তবে অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন কোহলি। তাকে সঙ্গ দিতে নামা আক্সার প্যাটেলও দ্রুত গতিতে রান তোলেন। ৪৭ রানে প্যাটেল আউট হলেও হাল ধরে রাখেন কোহলি।
৫৯ বলে ৭৬ করে থামেন ইয়ানসেনের বলে ফেরেন তিনি। শেষ দিকে দুবের ১৬ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৭৬ রান তোলে রোহিতের দল।