পাকিস্তান দলের সহকারী কোচ ও সাবেক ক্রিকেটার আজহার মেহমুদও ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
বাবরের বিরুদ্ধে আনা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ভিত্তিহীন। এসবের ফলে তাদের মক্কেলের মর্যাদাহানি হচ্ছে বলে জানান পাক ক্রিকেটারের আইনজীবী।
পাকিস্তান দল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়ার পর দেশটির ক্রিকেটাঙ্গন এখন ফিক্সিংয়ের অভিযোগ ও দোষারোপের ঘটনায় সরগরম।
ভাইরাল হওয়া ভিডিওতে লুকমান দাবি করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাবর ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরে দামি উপহার পেয়েছেন। তার বক্তব্যের ব্যাখ্যায় অডি ই-টর্ন গাড়ি ও বিদেশে অ্যাপার্টমেন্টের কথা উঠে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে লুকমানের ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীদের অনেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ তদন্তের দাবি করেন।