দেশে এখন
0

আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে গত মঙ্গলবার। তবে যারা অতিরিক্ত ২-৩ দিন ছুটি নিয়েছিলেন, তারাও এখন ফিরছেন কর্মস্থল ঢাকায়। এবারের ঈদযাত্রায় ভোগান্তি তুলনামূলক কম বলে জানান যাত্রীরা।

আজ (শনিবার,, ২২ জুন) সকাল থেকেই আগত যাত্রীদের ভিড় দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। দুই একটি ট্রেন কিছুটা দেরি করলেও অধিকাংশ ট্রেনই সময়মতো স্টেশনে এসে পৌঁছাচ্ছে। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া মানুষ জানিয়েছেন তাদের স্বস্তির কথা।

ঈদের ছুটি মঙ্গলবার শেষ হলেও বুধ ও বৃহস্পতি ছুটি নিয়ে শুক্র ও শনিবারকেও যুক্ত করছেন অনেকে। ফলে ভিড় এড়িয়ে স্বস্তিতেই ঢাকা ফিরছেন তারা।

আজ রাজধানীর প্রবেশমুখগুলোতে যাত্রীবাহী বাসের তেমন চাপ ছিলো না। বাড়তি ছুটির হিসাব মিলিয়ে অগ্রিম টিকিট কাটায় ভোগান্তি তেমন হয়নি বলে জানান যাত্রীরা।

যাত্রীরা বলেন, অফিস খুলে যাওয়াও মন না চাইলেও বাধ্য হয়ে ফিরতে হচ্ছে ঢাকায়। এদিকে এখনও রাজধানী ছেড়ে যাবার সংখ্যাও কম নয়। সকালে কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেনই আসন পূর্ণ করে ছেড়ে গেছে।

এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মব্যস্তাতা ফেরার মুহূর্তে ঢাকা ছাড়ার দলও নেহাত কম নয়।