এশিয়া
বিদেশে এখন
0

যোগব্যায়াম ভারতীয় পর্যটন খাতের জন্য নতুন সম্ভাবনা: মোদি

যোগব্যায়াম ভারতীয় পর্যটন খাতের জন্য একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডাল লেক এলাকায় ১০ম আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে নিজে যোগব্যায়াম করার পর দেশবাসীর উদ্দেশ্যে শান্তির বিশেষ বার্তাও দেন টানা তিনবারের প্রধানমন্ত্রী।

এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল 'নিজের এবং সমাজের জন্য যোগ'। যার কারণে যোগব্যায়ামকে বৈশ্বিক শান্তির জন্য একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখছেন মোদি।

তাই এবারের যোগ দিবসের ব্যক্তি মঙ্গল ও সামাজিক সম্প্রীতি বাড়ানোতে জোর দেয়া হয়েছে। মোদির প্রস্তাবে ২০১৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।

নরেন্দ্র মোদি বলেন, 'যোগ অর্থনীতিকে এগিয়ে যেতে দেখছে বিশ্ব। যা উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারতের সব মানুষদের এক করছে। এছাড়া দেশে যোগ পর্যটনের একটি নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে। পর্যটকরা খাঁটি যোগ শেখার জন্য ভারত ভ্রমণ করছেন।'