ধর্ম
দেশে এখন
0

ঈদুল আজহার নিরাপত্তায় পুলিশের পরামর্শ

ঈদুল আজহা নিরাপদে উদযাপনের লক্ষ্যে নাগরিকদের প্রতি বাংলাদেশ পুলিশ কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ জুন) গণমাধ্যমে পাঠানো পুলিশ হেডকোয়ার্টার্সের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

কোরবানির পশু পরিবহন ও হাটের নিরাপত্তায় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে পুলিশ। ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে সংস্থাটির বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, অনলাইনে কোরবানির পশু কেনায় সতর্ক থাকতে হবে এবং পশু চুরি বা ডাকাতি রোধে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে রাতে পাহারার ব্যবস্থা রাখতে হবে। ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন ও জালনোট সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান করা হয়েছে। এছাড়া অজ্ঞানপার্টি ও প্রতারকচক্র হতেও সতর্ক থাকার কথা বলেছে পুলিশ।

যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ না দেয়া ও জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদ কিংবা ট্রাকে ওঠা যাবে না। এছাড়া নৌপথের যাত্রীদের অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে উঠতে নিষেধ করা হয়েছে। সেই সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌপথে ভ্রমণ না করা।

বাস মালিকদের উদ্দেশ্যে বলা হয়, লাইসেন্সবিহীন, অদক্ষ, অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালককে যাত্রীবাহী বাস ও গাড়ি চালাতে পারবে না। বাসে অতিরিক্ত যাত্রী বহন না করা। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের করা যাবে না।

গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করতে পুলিশকে জানানোর পাশাপাশি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করার কথা বলা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি