মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

বিক্ষোভে উত্তাল তেল আবিব

একইসঙ্গে দুই দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইলের অন্যতম প্রধান নগরী তেল আবিব।

এর মধ্যে একটি ইসরাইলের ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে, অন্যটি গাজায় হামাসের হাতে জিম্মিদের দ্রুত মুক্তির দাবি।

হাজার হাজার বিক্ষোভকারী শহরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় তাদের দমানোর চেষ্টা করে পুলিশ। আটকও করা হয়েছে অনেককে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর ব্যবহার করা হয়েছে জলকামানও।

শনিবার (৮ জুন) হামাসের হাতে আটক চার জিম্মিকে উদ্ধার করার কয়েক ঘণ্টা পরে বিক্ষোভের উত্তাপ বাড়ে। তারা মনে করছেন এভাবে উদ্ধার করা হলে বাকি জিম্মিদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকে।