বাজেটের সংবাদ
বাজেট ২০২৪-২৫

বাজেটে দাম বাড়ছে যেসব পণ্যের

নতুন প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে নতুন এ বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রস্তাবিত প্রথম বাজেট।

এবারের বাজেটে আইসক্রিম, কার্বনেটেড বেভারেজ, সিগারেট, মোবাইল সিম এবং সব ধরনের জুসে দাম বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ও টিউব লাইট, যান্ত্রিক লন্ড্রি, ইট, ওয়াশিং মেশিন, ম্যাংগো বার, রেফ্রিজারেটরের দাম বাড়তে পারে।

কার্বোহাইড্রেট পানীয়তে ৩০ শতাংশ শুল্ক ধরার প্রস্তাব করার হয়েছে। এবং সিমকার্ড ও ই-সিম ২০০টাকার পরিবর্তে ৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

মোবাইলে কথা বলা ও ইন্টারনেট সেবার উপর আরও ৫ শতাংশ কর বাড়িয়ে মোট ২০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।

ল্যাপটপের আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে আমদানি পর্যায়ে আরোপিত মূসক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এতে ল্যাপটপ আমদানিতে মোট কর হার ৩১ শতাংশ থেকে কমে ২০ দশমিক ৫০ শতাংশে দাঁড়াবে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর