বেনজীর আহমেদের বিচার ও গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তার উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তার বিষয়টি তো প্রক্রিয়ায় রয়েছে। সেই প্রক্রিয়ায় দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে, মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে-জেলে পাঠাবে। এটা বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যদিয়েই হবে।’
গতকাল বৃহস্পতিবার বেশ কিছু মাধ্যমে বেনজীর আহমেদ দেশের বাইরে চলে গেছে বলে যে সংবাদ প্রচার হয়েছে, বিষয়টি ওবায়দুল কাদের কাছে তুলে ধরলে তিনি বলেন, ‘এ বিষয়টি আমি ঠিক জানি না। আই অ্যাম নট ক্লিয়ার।’
বেনজীর আহমেদের সব হিসাব জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে শতকোটি টাকা তুলে নেয়া হয়েছে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এসব বিষয়ে আমি জানি না। অবহিত নই। এটা আইনের বিষয়। দুদক বলছে তারা বিষয়টি টের পেয়েছে। এখন তারা সেটি প্রমাণ করুক।’
ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন প্রসঙ্গ ও বিএনপিকে সমালোচনা করে বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচন হয়েছে। বিএনপির গণতন্ত্রের নাম ছিল ভুয়া ভোটার। গণতন্ত্রকে তারাই ধ্বংসের কাছে নিয়ে গেছে।'
এ সময় তিনি অভিযোগ করেন, হাওয়া ভবন ছিল লুটপাটের ভবন। দুর্নীতির বিচার হচ্ছে তদন্ত হচ্ছে, সরকার এখনকার দুর্নীতির বিরুদ্ধে নীরব নেই। প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে। তিনি সবার ব্যাপারে জানেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কোরাল মাছ খেয়ে নীরব গয়েশ্বর রায়। তারা বলে সরকার টিকতে পারবে না। অর্থনীতি সারাবিশ্বে খারাপ। বাংলাদেশ সেখানে অনেক প্রতিকূলের মধ্যে এগিয়ে গেছে দেশ। আইএমএফ, বিশ্বব্যাংক পাশে আছে। দাতা সংস্থা পাশে আছে।’