দেশে এখন

প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘রিমাল’ কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার, ৩০ মে)। শুরুতে তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্গত এলাকা পরিদর্শন করবেন।

আজ (বুধবার, ২৯ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমাল দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যাচ্ছেন।

গত রবি ও সোমবার দেশের ১৯ জেলার ১০৭ উপজেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এতে উপকূলীয় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন মানুষ।

ঝড় ও জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু উপজেলা। এক কোটি ৭২ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর