অর্থনীতি

‘ঈদের আগে সারাদেশে ৪ হাজার ৪০৭টি গবাদি পশুর হাট বসবে’

ঈদুল আজহার আগে সারাদেশে ৪ হাজার ৪০৭টি গবাদি পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, এসময় জাল নোট শনাক্তসহ বিভিন্ন নিরাপত্তা ও সেবা দেবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (মঙ্গলবার, ২৮ মে) সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় যানজট নিরসনে এবারও ড্রোন ব্যবহার করবে দায়িত্বে থাকা বাহিনীগুলো। যানজট এড়াতে কোরবানির পশুবাহী গাড়িগুলোকে রাস্তার বামের লেন ধরে চলতে দেয়া হবে।’

পশুর গাড়িতে চাঁদাবাজি এবং জোর করা বন্ধে ‘গন্তব্য হাট’ গাড়ির গায়ে লিখে চলাচল অনুরোধ জানান মন্ত্রী।

দুর্ঘটনা এড়াতে রাতে বাল্কহেড চলতে পারবে না বলেও জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর