বিচ্ছেদের পরও রেসিডেন্ট পাসের সুযোগ পাবেন মালয়েশিয়ানদের বিদেশি স্বামী-স্ত্রী

সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল
সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল | ছবি: সংগৃহীত
2

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানিয়েছেন, মালয়েশিয়ার নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পরবর্তীতে বিচ্ছিন্ন হলেও বিদেশি জীবনসঙ্গীরা এখন রেসিডেন্ট পাসের জন্য আবেদন করতে পারবেন। এই পাসের মাধ্যমে তারা দেশটিতে বসবাস ও কাজের সুযোগ পাবেন।

দেশটির জাতীয় সংসদে আজ (বুধবার, ৮ অক্টোবর) এক লিখিত জবাবে মন্ত্রী জানান, রেসিডেন্ট পাসের মেয়াদ পাঁচ বছর এবং নির্ধারিত শর্তসাপেক্ষে তা নবায়নযোগ্য হবে। এর আওতায় আবেদনকারীরা আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে বা স্বনিযুক্ত হিসেবে কাজ করতে পারবেন, যেন তারা তাদের নির্ভরশীলদের, বিশেষ করে মালয়েশিয়ান নাগরিক সন্তানদের, সহযোগিতা করতে পারেন।

তিনি বলেন, ‘সরকার এসব আবেদন বিবেচনায় সন্তানের কল্যাণ ও হেফাজতের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।’

আরও পড়ুন:

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো মালয়েশিয়ান নাগরিক সন্তানদের পিতামাতা যেন আইনসম্মতভাবে দেশে অবস্থান করে তাদের দায়িত্ব পালন করতে পারেন। এটি সরকারের মানবিক মূল্যবোধনির্ভর মাদানী নীতির অংশ বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, বিদেশি নাগরিকরা যখন মালয়েশিয়ান নাগরিককে বিয়ে করেন, তখন তারা ‘স্পাউস সোশ্যাল ভিজিট পাস’র জন্য আবেদন করতে পারেন, যা প্রতি বছর নবায়নযোগ্য। তবে দম্পতি আলাদা হয়ে গেলে সেই পাসের যোগ্যতা বাতিল হয়। এক্ষেত্রে যোগ্যরা ‘উইডো/উইডোয়ার পাস’ অথবা নতুন করে ‘রেসিডেন্ট পাস’র জন্য আবেদন করতে পারেন।

এসএস