প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে আশ্রয়প্রার্থী ও ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেয়া মানুষের সংখ্যা কমাতে এই বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের শুধু অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে দেয়া হবে।
আরও পড়ুন:
তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে। যাদের নিজ দেশে নিরাপদ বলে বিবেচিত হবে, তাদের ফিরিয়ে দেয়া হবে।
বর্তমানে পাঁচ বছরের জন্য ব্রিটেনে শরণার্থী মর্যাদা দেয়া হয়। এরপর তারা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন।
তবে এখন স্থায়ী বসবাসের যোগ্যতা পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করে কঠোর নীতি প্রণয়ন করতে যাচ্ছে ব্রিটেন সরকার।





