প্রবল ঘূর্ণিঝড়টি কয়রা থেকে উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে গভীর স্থল নিম্নচাপ হিসাবে যশোর ও পাশ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। আজ সারাদিন ছাড়াও আগামীকালও অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত।
উল্লেখ্য ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বরিশাল, ভোলা, পটুয়াখালী, সাতক্ষীরা ও চট্টগ্রামে সাত জনের মৃত্যু হয়েছে।