দেশে এখন

গাজীপুরে শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭০টি ঘর

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে ৬০-৭০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (শুক্রবার, ২৪ মে) দুপুরে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, দুপুর ১টা ১৫মিনিটে কলোনিতে আগুন লাগার খবর পান তারা। পরে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কলোনির ৬০-৭০টি টিনের ঘর পুড়ে গেছে।

পরবর্তীতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর