আমদানি-রপ্তানি
অর্থনীতি

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু, কমতে পারে দাম

দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ মে) বিকাল সাড়ে ৪টায় কাঁচা মরিচ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। আমদানির প্রভাবে বাজারে দাম কমবে বলে আশা করছেন আমদানিকারকরা।

আশা বাণিজ্যালায় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এ কাঁচা মরিচ আমদানি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুব আলম।

তিনি বলেন, 'তাপদাহের কারণে দেশে মরিচের খেত নষ্ট হওয়ায় উৎপাদন ব্যহৃত হয়েছে। ফলে দেশে কাঁচা মরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকা। দেশের বাজার স্বাভাবিক রাখতে ঢাকা খামারবাড়ি থেকে অনুমতি পাবার পর আজ থেকে আমদানি শুরু হয়েছে। দু'একদিনের মধ্যে দাম কমে আসবে আশা করা যায়।.'

হিলি স্থলবন্দর দিয়ে দেশে আমদানি হচ্ছে কাঁচা মরিচ। ছবি: এখন টিভি

প্রথমদিন একটি ট্রাকে ১০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। প্রতি কেজিতে শুল্ক দিতে হবে প্রায় ৩৫ টাকা আর প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে ২০০ ডলারে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর