ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর
হিলি স্থলবন্দর | ছবি: এখন টিভি
0

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দরে পণ্য খালাস কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার।

আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।

তিনি বলেন, ‘ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, ‘আজ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’

এএইচ