দেশে এখন

ফ্ল্যাটে ঢুকে কলকাতা পুলিশ কোনো মরদেহ পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনের সংসদের সদস্য মো. আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এখনও তো কোনো মরদেহ পাওয়া যায়নি। কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল, তারা সেখানে কোনো মরদেহ পায়নি বলে আমাদের মিশন (কলকাতার ডেপুটি হাইকমিশন) সেখান থেকে জানিয়েছে।’

আজ (বুধবার, ২২ মে) দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি তদন্তাধীন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে মন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং, এটি দুই রাষ্ট্রের বিষয় নয় আসলে।’

এর আগে সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদের সদস্য মো. আনোয়ারুল আজীম আনারকে ভারতে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই বাংলাদেশি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ ঘটনায় বাংলাদেশিরাই জড়িত। ভারতীয়রা নয়।

চলতি মে মাসের ১২ তারিখ চিকিৎসার জন্য কলকাতায় যান আনোয়ারুল আজীম আনার। এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন এই সংসদ সদস্য।

কলকাতার পুলিশ জানিয়েছে, তিনি ব্যারাকপুরের এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন। সেখান থেকে ১৪ মে তিনি একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বেরিয়ে ছিলেন এরপর আর ফিরে আসেননি।

এই সম্পর্কিত অন্যান্য খবর