ইউরোপ
বিদেশে এখন
0

'পশ্চিমারা ইউক্রেনকে সহায়তা দেয়ায় অনেক সময় নিয়ে ফেলছে'

পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক সময় নিয়ে ফেলছে। বার্তা সংস্থা রয়টার্সকে এক বিশেষ স্বাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক হাজার কিলোমিটারের বেশি এলাকায় রাশিয়ার সঙ্গে সম্মুখযুদ্ধে লিপ্ত ইউক্রেনের সেনারা। তবে সমরাস্ত্রের অভাবে প্রতিনিয়ত মস্কোর হাতে দখল হারাতে হচ্ছে কিয়েভকে।

রাশিয়া ৩০০টি যুদ্ধবিমান ব্যবহার করলেও এর অর্ধেকও নেই ইউক্রেনের কাছে। তাই প্রতিবেশি ন্যাটোভুক্ত দেশগুলোকে নিজেদের আকাশসীমা থেকে রুশ বিমান ভূপাতিত করার অনুরোধ জেলেনস্কির।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন, যুদ্ধ ছড়িয়ে পড়ার ভয়ে সমরাঙ্গনে এগিয়ে আসছে না মিত্ররা।

ভলোদিমির জেলেনস্কি বলেন, 'রাশিয়ানরা ৩০০ যুদ্ধবিমান ব্যবহার করছে। আমাদের অর্ধেকও নেই। আপনারা আমাদের যুদ্ধবিমান দিতে পারছেন না। তাহলে আমাদের বিমানগুলো নিন। আমাদের সাধারণ মানুষকে রক্ষায় এগিয়ে আসুন।'

এসএস