ব্যাংকপাড়া
অর্থনীতি
0

'ব্যাংক একীভূতকরণ স্বেচ্ছায় না হলে বাস্তবায়ন সম্ভব নয়'

ব্যাংক মার্জার বা একীভূতকরণ হলো ফোর্সড ম্যারেজ, জোড় পূর্বক সম্পর্ক। স্বেচ্ছায় না হলে জোরপূর্বক এটি বাস্তবায়ন সম্ভব নয়। আজ (শনিবার, ১৮ মে) ডিবেট ফর ডেমোক্রেসির 'ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে' শীর্ষক ছায়া সংসদ আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকরা এ কথা বলেন।

বিতর্কের পক্ষের দল ছিল বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও বিপক্ষের দল তেজগাঁও কলেজ। তুমুল বাক্যচয়নে প্রশ্নের বাক্যমালায় উঠে আসে নানা যুক্তি-পাল্টা যুক্তি।

পক্ষ দল বা সরকারি দলের বক্তারা বলেন, ব্যাংক একীভূতকরণ হলে উন্নত হবে মূলধন ব্যবস্থা। তারল্য বৃদ্ধি, স্থিতিশীলতা বজায় রাখা, ঝুঁকি প্রশমন, ট্যাক্স বেনিফিটসহ নানা খাতে সুবিধা পাবে দুর্বল ব্যাংকগুলো।

বিরোধী দল বা বিপক্ষের বক্তারা বলেন, ব্যাংক শিল্পের গতিময় অগ্রযাত্রা এখন মন্থর হওয়ার পথে। পতন ঠেকিয়ে ব্যাংক শিল্পের পুনরুজ্জীবনের জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ। এরমধ্যে একীভূতকরণ ব্যাংক শিল্পকে বিষাক্ত করে তুলবে।

বক্তারা বলেন, ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে একীভূতকরণ বা অধিগ্রহণ প্রক্রিয়া কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না। একীভূতকরণের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর উচ্চ খেলাপি ঋণ, সুশাসনের অভাব রাতারাতি ঠিক হয়ে যাবে না।

অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, 'আর্থিক খাত নষ্টের কারণ সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ, মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ ও তারল্য সংকট। খেলাপিরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এর একটি বড় অংশ বিদেশে পাচার করছে।'

তিনি আরও বলেন, 'ব্যাংক হচ্ছে অর্থনীতির প্রাণ। ব্যাংক দুর্বল হলে অর্থনীতিও দুর্বল হয়ে পড়ে। তাই ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি।'

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
পুঁজিবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াতে গভর্নরের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

কোটি টাকা আত্মসাৎ: তিন বছর পরও গ্রাহক ফেরত পায়নি টাকা

এস আলমের ঋণ আত্মসাৎ: কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে তলব

খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!
খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!

আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ

পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা হয়েছে: ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান

অনলাইনে আয়কর পরিশোধে চার্জ নির্ধারণ করে দিলো বাংলাদেশ ব্যাংক

আকুর দায় শোধের পর রিজার্ভ নামলো সাড়ে ১৮ বিলিয়নে

বেক্সিমকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের রিসিভার নিয়োগ

'রমজানে বেশি চাহিদার পণ্য আমদানিতে এলসি মার্জিন ও ঋণসীমা উঠিয়ে দেয়া হবে’
'রমজানে বেশি চাহিদার পণ্য আমদানিতে এলসি মার্জিন ও ঋণসীমা উঠিয়ে দেয়া হবে’

অক্টোবরে প্রায় ২৪০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা