চট্টগ্রামের চাঁন্দগাও থানাধীন পাক্কা দোকান এলাকায় কিছুটা নিরিবিলি ও গ্রামীণ পরিবেশ পেরিয়ে বড় বিল। মাঝখানে কয়েক রুমের সেমিপাকা ঘর। যাতাযাতের জন্য নেই সড়কও। তবে সেখানেই কয়েকটি প্রিন্টিং মেশিনসহ স্ট্যাম্প তৈরির নানা উপকরণ।
তিনটি ধাপে এ প্রিন্টিং মেশিন পেরিয়ে তৈরি হতো সিগারেটের জাল স্ট্যাম্প বা ব্রান্ড রোল। পুলিশ জানায়, ৫ শ্রমিক মিলে মাত্র তিন দিনে ৮ লাখ জাল স্ট্যাম্প ছাপিয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। বছরে প্রায় ৬০০ কোটি টাকার নকল ট্যাম্প তৈরি হতো এ কারখানায়। যা শুধুমাত্র গাজীপুর সরকারি টাকশালে তৈরি হবার কথা। এতে করে বড় অংকের রাজস্ব হারাচ্ছিল সরকার।
দেশি-বিদেশি বিভিন্ন সিগারেট কোম্পানি এসব স্ট্যাম্প কম মূল্যে কিনে প্যাকেটে লাগিয়ে দিতো। আজ (বৃহস্পতিবার, ১৬ মে) স্ট্যাম্প তৈরির এমন কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। পরে অভিযান চালিয়ে আটক করা হয় ৫ জনকে। সিলগালা করা হয় কারখানা।
সিএমপির এডিসি সাব্বির আহমদ বলেন, 'বছরে প্রায় ৬০০ কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা তাদের ছিল। আমরা যদি ৭৪ শতাংশ ট্যাক্স হিসাব করি তাহলে প্রায় ৫ কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার জাল স্ট্যাম্প আমরা উদ্ধার করেছি।'
আটককৃতরা জানান, এ ঘটনায় সারাদেশে ছড়িয়ে থাকা বড় একটি চক্র জড়িত। কারখানা মালিকের নির্দেশে তারা বিভিন্ন সময় অচেনা লোকজনের কাছে এ স্টাম্প সরবরাহ করতো।
একজন আটককৃত বলেন, 'পণ্য যখন রেডি হয় তখন পণ্যের জন্য ২ জন লোক আসে। আমি শুধু দোকান থেকে বের করে দেই, এটাই আমার কাজ।'
সিগারটের প্যাকেটের গায়ে নকল স্ট্যাম্প কি না তা খুব একটা পরীক্ষা করা হয়না। এ নিয়ে অভিযানও চালায় না সরকারি কোনো সংস্থা, সেই সুযোগই নিয়েছে এ চক্রটি।