চট্টগ্রামে বছরে ৬০০ কোটি টাকার নকল স্ট্যাম্প তৈরি
বিলের মাঝখানে কয়েক রুমের সেমিপাকা ঘর, সেখানেই রীতিমতো কারখানা বানিয়ে বছরে ৬০০ কোটি টাকার সিগারেটের নকল স্ট্যাম্প তৈরি করতো একটি চক্র। যা বিক্রি হতো দেশি-বিদেশি বিভিন্ন সিগারেট কোম্পানির কাছে। পুলিশ জানায়, সরকারি রাজস্বের এ স্ট্যাম্প শুধুমাত্র গাজীপুরে টাকশালে তৈরি হবার কথা। তবে এই চক্রের দীর্ঘদিনের অপকর্ম বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সরকার।