বিলের মাঝখানে কয়েক রুমের সেমিপাকা ঘর, সেখানেই রীতিমতো কারখানা বানিয়ে বছরে ৬০০ কোটি টাকার সিগারেটের নকল স্ট্যাম্প তৈরি করতো একটি চক্র। যা বিক্রি হতো দেশি-বিদেশি বিভিন্ন সিগারেট কোম্পানির কাছে। পুলিশ জানায়, সরকারি রাজস্বের এ স্ট্যাম্প শুধুমাত্র গাজীপুরে টাকশালে তৈরি হবার কথা। তবে এই চক্রের দীর্ঘদিনের অপকর্ম বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সরকার।