রাজ্য অভিবাসন পরিচালক কেনিথ তান জানান, মঙ্গলবার ( ১৪ মে) পর্যন্ত দু'দিনে ২৭টি এলাকায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। ২শ' অভিবাসীর নথিপত্র যাচাই করে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও আছেন ইন্দোনেশিয়ার ৩০ জন, ভিয়েনতনামের ছয়জন, মিয়ানমার ও পাকিস্তানের দুইজনসহ অন্যান্য দেশের নাগরিক।
বিবৃতিতে কেনিথ তান বলেন, 'আটককৃতদের মধ্যে ১০ জন নারী এবং এক বছরের শিশু আছে। অভিযানের সময় পাঁচজন ইন্দোনেশিয়ান পালানোর চেষ্টা করলেও পুলিশের অল্প ধাওয়াতেই তারা ধরা পড়ে।'
আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অন্যান্য নিয়মকানুন ভঙ্গের অভিযোগে তদন্ত করা হবে। আটককৃতরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছেন। অনেকের সাথেই বৈধ ভ্রমণ নথি নেই এবং কয়েকজন অবৈধভাবে প্রবেশ করেছেন বলেও অভিযোগ রয়েছে।
১২জন স্থানীয় নিয়োগকর্তাকে তদন্তে সহায়তার জন্য অভিবাসন অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
রাজ্য অভিবাসন পরিচালক কেনিথ তান বলেন, 'আমরা নিয়োগকর্তাদের আবারও সতর্ক করতে চাই এই বলে যে, অবৈধ বিদেশিদের নিয়োগ দেয়া বা তাদের ব্যবহার করা গুরুতর অপরাধ।'