মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জানায়, মালয়েশিয়ার জলসীমায় আসা রোহিঙ্গা অভিবাসীদের বহনকারী নৌকায় খাবার ও পানির তীব্র সংকট থাকায় অনেকের শারীরিক অবস্থা বেহাল হয়ে পড়ে।
শুক্রবার মালয়েশিয়ার রিসোর্ট দ্বীপ লঙ্কাউইর উপকূল থেকে দুই নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকা দু'টির সন্ধান পাওয়া যায়।
পরে স্থানীয় কর্তৃপক্ষ ভাসমান নৌকা দু'টির অভিবাসীদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করে।
কয়েক প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করলেও দেশটিতে তাদের নাগরিকত্ব দেয়া হয় না। পাশাপাশি ব্যাপক নির্যাতন - নিপীড়নের শিকার হন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা।