ক্রিকেট
এখন মাঠে
0

প্রায় ৯ কোটি মূল্যের বিশ্বকাপ দল টাইগারদের

ব্যাক্তিগত সর্বোচ্চ ১৩৪ ছুঁই ছুঁই স্ট্রাইকরেট নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করলো বিসিবি। বোলিংয়ে ৬ দশমিক ৫৯ ইকোনমি নিয়ে দলে সবার উপরে আছেন শেখ মাহেদী। প্রায় ৯ কোটি টাকার বাজার মূল্যের ক্রিকেটাররা আছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।

সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্ব ক্রিকেট এখন মার মার কাট কাট যুগে। আইপিএলের এই জামানায় তাই একজন ব্যাটার টি-টোয়েন্টি ফরম্যাটে ততটাই সফল যতটা তার স্ট্রাইকরেট বেশি। সংক্ষিপ্ত এই ফরম্যাটে আসছে বিশ্বকাপে হাই স্ট্রাইকরেটের ব্যাটাররা যে দলকে এনে দিবে বড় সংগ্রহ তা এমনি অনুমেয়। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইকরেটের কি হাল?

এবারের বিশ্বকাপ দলে টাইগারদের হয়ে সর্বোচ্চ ১৩৪ ছুঁই ছুঁই স্ট্রাইকরেট তৌহিদ হৃদয়ের। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের সব থেকে ইমপেক্ট ক্রিকেটারও ছিলেন এই ডান হাতি।

যে দেশে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তৌহিদ হৃদয়রা সেই যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের থেকে বেশি স্ট্রইকরেটের ব্যাটার আছেন। আন্দ্রিস গাউস জন্মগতভাবে দক্ষিণ আফ্রিকার হলেও যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে এই ক্রিকেটারের স্ট্রাইকরেট ১৫৪ এর উপরে। আছে দুইটি ফিফটি। আর ভারত, অষ্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার খেলোয়ারদের বিবেচনায় নিলে আরও হতাশ হতে হবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে।

টাইগার দলে ব্যাটারদের মধ্যে স্ট্রাইকরেট বিবেচনায় হৃদয়ের পরেই আছেন সাদা বলে বাজে সময় পার করা লিটন দাস। এই উইকেট কিপার ব্যাটারের স্ট্রাইকরেট ১২৮ এর উপরে। তার পরেই তরুণ ওপেনার তানজিদ তামিম, যার স্ট্রাইকরেট ১২৩ এর একটু বেশি। ১২২ স্ট্রাইকরেট নিয়ে পরেই আরেক অনিয়মিত পারফরমার সৌম্য সরকার। সাকিব, মাহমুদউল্লাহ আর শান্তর স্ট্রাইকরেট যথাক্রমে ১২২, ১১৮ আর ১১১।

ব্যাটিংয়ে এমন করুণ হাল হলেও বোলিংয়ে আছে আশার আলো। ইকোনমির দিক থেকে ৬.৫৯ রেট নিয়ে দলে সবার থেকে এগিয়ে আছেন শেখ মাহেদী। এরপরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর পেসারদের মধ্যে ৭.৫৪ ইকোনমি নিয়ে লিড দিবেন ইনজুরিতে পরা তাসকিন আহমেদ।

এতো গেলো স্ট্রাইকরেটের হিসেব! এবার বাজারের দরের হিসেবেও বিশ্বকাপে অন্যদের তুলনায় ঠিক অবস্থানে বাংলাদেশ?

নিজ দেশের প্রধান টি টোয়েন্টি লিগ-বিপিএলের প্লেয়ার ড্রাফট হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া খেলোয়ারদের আনুষ্ঠানিক বাজার দর মোটে ৮ কোটি ৯৫ লাখ, যার চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি ভারতের ব্যাটার বিরাট কোহলির।

বিপিএলে ৬ জন ক্রিকেটার খেলেছেন এ ক্যাটাগরিতে, ৮০ লাখ টাকার মূল্যমানে। অবশ্য এর বাইরেও ফ্র্যাঞ্চাইজি থেকেও চুক্তিভিক্তিক মোটা অংকের টাকা ছিল। তবে অংকের এই হিসাব কতটা তুচ্ছ করতে পারে শান্ত-সাকিবরা, সেটাই দেখার অপেক্ষা!