আজ (শুক্রবার, ১০ মে) ভোর রাতে ঘাসুরিয়া সীমান্তের উচা গোবিন্দপুর এলাকা থেকে মালিকবিহীন এসব সাপের বিষ জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে সাপের বিষ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুরিয়া বিওপি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানসহ বিজিবির একটি টিম গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন দুটি কাঁচের বোতল থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করা হয়।
আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।