চুক্তি
অর্থনীতি
0

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

২৪০ বছরের পুরনো নদী তিস্তা। দেশের উত্তরবঙ্গের ২৫টি নদী প্রবাহ জড়িত তিস্তার সঙ্গে। এই নদীর পানি ব্যবহার ও সরবরাহের বিষয়ে ২০১১ সালে চুক্তি হওয়ার শেষ সময় সরে যায় ভারত। স্বাধীনতার অর্ধশত বছরে তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে নানান কারনে একটি সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ।

এসব বাস্তবতায় উত্তরবঙ্গের কৃষি ও মানুষের জীবনমানের কথা চিন্তা করে ২০১৬ সালে তিস্তার পানি নিয়ে মহাপরিকল্পনা নেয় সরকার। যার অর্থায়ন করবে চীন। এই প্রকল্প এগিয়ে নিচ্ছে সরকার। প্রতিবেশি দেশ হিসেবে প্রকল্প বাস্তবায়নের ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। এর ধারাবাহিকতায় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। প্রায় এক ঘন্টা বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, 'তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। আমি যেটা বলেছি, সেটা হচ্ছে তিস্তায় যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের প্রয়োজন অনুযায়ী হতে হবে।'

২০২২ সালের সেপ্টেম্বরে ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল-ভুটানে বাণিজ্যিক সম্পর্ক সহজতর করতে ভারতের স্থল, সমুদ্র ও বিমানবন্দর ব্যবহারের সুযোগ চান বিনা পয়সায়। এই ট্রানজিট সুবিধা পেলে ভুটান, নেপাল ও ভারতের সঙ্গে পণ্য রপ্তানি, আমদানিসহ বাণিজ্যিক সম্পর্কে এক যুগান্তকারী পথ উন্মুক্ত হবে। এই ট্রানজিট সুবিধার প্রস্তাব এগিয়ে নিতে ভারত কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মাঝেমধ্যেই ভারত সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধের বিষয়টি জোরালোভাবে ওঠে আসে দুদেশের বৈঠকে৷ একইসঙ্গে ভারতের নির্বাচন শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের দিনক্ষণ ঠিক করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে। কথা হয়েছে ভারতের ভিসাপ্রাপ্তি সহজ করার বিষয়েও।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর