এশিয়া
বিদেশে এখন
0

ভিয়েতনাম বন্দর ব্যবহার করবে না কম্বোডিয়া

ভিয়েতনাম বন্দর ব্যবহার করে পণ্য আনা-নেয়া ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার পরিকল্পনা করছে এশিয়ার আরেক দেশ কম্বোডিয়া।

গতকাল (সোমবার, ৬ মে) দেশটির উপ-প্রধানমন্ত্রী সুন চান্থল এই পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। রয়টার্সকে তিনি জানান, 'ফুনান টেকনো ক্যানাল প্রোজেক্ট' শীর্ষক একটি প্রকল্পের আওতায় একটি খালের সাহায্যে মিকং নদীর অববাহিকা ও কম্বোডিয়ার উপকূলকে সংযুক্ত করা হয়েছে।

এই প্রকল্পের বাস্তবায়নে কম্বোডিয়াকে ১৭০ কোটি ডলারের তহবিল দেয় চীন। সুন দাবি করেন, এই প্রকল্পের বাস্তবায়ন কম্বোডিয়ার জন্য ঐতিহাসিক। খালটি ব্যবহার করে সব ধরনের পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করতে পারবে। প্রকল্পটি চালু হলে ভিয়েতনাম বা অন্য কোনো দেশের বন্দরের ওপর সরাসরি নির্ভর করতে হবে না এমনটাই আশা করছেন তিনি।

এসএস