বিদেশে এখন
0

ভারতে তৃতীয় পর্বে ৯৩টি আসনে ভোটের লড়াই

ভারতে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোটগ্রহণ। ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে প্রথম চার ঘণ্টায় ভোটার উপস্থিতি ছিলো ২৫ শতাংশের উপরে। নির্বাচন কমিশনের নোটিশের পরেও সাম্প্রদায়িক বক্তব্য অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্ণাটকে বিজেপির শরীক দলের শীর্ষ নেতার ৩ হাজারের বেশি যৌন ক্যালেঙ্কারির ভিডিও সামনে আসায় পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ।

তীব্র তাপপ্রবাহের মাঝে গণতান্ত্রিক অধিকার চর্চায় ব্যস্ত ভারতীয়রা। আজ (মঙ্গলবার, ৭ মে) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়েছে ১৮তম লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার ১০টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে চলছে ভোটের লড়াই। এ পর্বে মোট ভোটার ১৭ কোটির বেশি, প্রার্থী ১৩শ ৫১ জন।

তৃতীয় পর্বে আহমেদাবাদের একটি স্কুলে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলে দলে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। তবে এবারও সংখ্যাগুরুদের আকৃষ্ট করতে মোদির ভাষণে ছিল সাম্প্রদায়িকতার ছাপ।

তৃতীয় পর্বে সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে গুজরাটে। পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় রাজ্যটির ২৬টি আসনের মধ্যে ২৫টিতে চলছে ভোটগ্রহণ। বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত গুজরাট। এমনকি সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপির এক প্রার্থী। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি আসনে ভোট হচ্ছে কর্ণাটকে। সম্প্রতি বিজেপির শরীক জেডিএসের শীর্ষ নেতা প্রজ্জল রেভান্নার ৩ হাজারের বেশি যৌন ক্যালেঙ্কারির ভিডিও সামনে আসায় চাপে শাসকদল। যার প্রভাব পড়তে পারে নির্বাচনেও।

গুজরাট ও কর্নাটকের পাশাপাশি মঙ্গলবার নির্বাচন হচ্ছে রাজস্থান, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, ছত্রিশগড়, বিহার, মহারাষ্ট্র, গোয়া ও কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিতে। এর মধ্যে কংগ্রেসের ও তাদের শরিকদের দখলে আছে শুধুমাত্র কর্ণাটক ও পশ্চিমবঙ্গ। সবশেষ লোকসভা নির্বাচনে ৯৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয় পায় ৮০টি আসনে।

তৃতীয় পর্বের নির্বাচনে লড়ছেন ভারতের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। মঙ্গলবার নির্ধারণ হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বেসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর ভাগ্য। ৪৭ দিনে ৭পর্বের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা হবে ৪ঠা জুন।

তৃতীয় পর্বে পশ্চিমবঙ্গের ৪টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। আসনগুলো হচ্ছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর  ও মুর্শিদাবাদ। এই চার আসনে মোট ভোটার সংখ্যা ৭৩ লাখ ৩৭ হাজার ৬৫১ জন। ৭ হাজার ৪৬০ টি ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলছে।

তৃতীয় দফার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১ হাজার ৩০০ জনেরও বেশি প্রার্থী। যাদের মধ্যে ১২০ জন নারী। 

লোকসভা এই পর্বে গুজরাটের ২৬টি আসন, কর্নাটকের ১৪টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তর প্রদেশের ১০টি, মধ্যপ্রদেশের ৮টি , ছত্তিশগড়ে ৭টি, বিহারের ৫টি, আসামের ৪টি, পশ্চিমবঙ্গের ৪টি, গোয়ার ৩টি, দাদরা অ্যান্ড নগর হাভেলি এবং দমম অ্যান্ড দিউরের ২টি আসনে ভোটগ্রহণ চলছে।

ইএ