সংস্কৃতি ও বিনোদন
0

এ বছর পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন অরিজিৎ সিং

ভারতে এ বছর পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হচ্ছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। প্রথা অনুযায়ী দেশটির প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম সম্মান পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মু।

এবছর ১৩৯ জনকে দেওয়া হবে এ সম্মাননা। এর মধ্যে ৭ জনকে পদ্মভীভূষন, ১৯ জনকে পদ্মভূষণ ও ১১৩ জনকে পদ্মশ্রী পদক দেয়া হবে। যাদের মধ্যে পদ্মশ্রী পাচ্ছেন মিউজিক কম্পোজার রিকি কেজ ও আর্চারি খেলোয়াড় হারবিন্দর সিং।

এছাড়াও সুজুকি মটরের সাবেক নির্বাহী কর্মকর্তা ওসামু সুজুকি পাচ্ছেন পদ্মভীভূষন পদক। প্লেবেক সিঙ্গার সুশিল মোদী, চিত্র পরিচালক শেখর কাপুরের নামও রয়েছে পদ্মশ্রীর প্রাপ্তদের তালিকায়।

ভারতে প্রতিবছর শিল্প, সাহিত্য, বিজ্ঞান, বাণিজ্য, সামাজিক উন্নয়ন ও চিকিৎসার ওপর দেওয়া হয় পদ্মসম্মান।

এএইচ