আজ (সোমবার, ৬ মে) দেশের বেকার জনগোষ্ঠী নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই জরিপে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
সংস্থাটির জরিপে দেখা যায়, দেশে বর্তমান বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। ২০২৩ সালে গড় বেকারের পরিমাণ ছিল ২৪ লাখ ৭০ হাজার। অর্থাৎ গত বছরের তুলনায় এখন দেশে বেকারের সংখ্যা বেশি।
২০২৪ সালের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় বেকার পুরুষের সংখ্যা ২ শতাংশ বেড়ে ১৭ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। গত বছরের এই সময়ে বেকার পুরুষের সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার। অর্থাৎ পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে ৩০ হাজার।
অপরদিকে দেশে নারী বেকারত্বের সংখ্যা কমেছে ৩০ হাজার। এই সময়ে বেকার নারীর সংখ্যা ৩ শতাংশ কমে সাড়ে ৮ লাখে দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ৮ লাখ ৮০ হাজার।
তবে সামগ্রিকভাবে মোট বেকারত্বের হার অপরবর্তিত আছে বলে জানানো হয় এ জরিপে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম অনুসারে, যারা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘণ্টা কাজ করার সুযোগ পাননি এবং গত ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী ছিলেন, তারা বেকার হিসেবে গণ্য হবেন। বিবিএস এই নিয়ম অনুসারেই বেকারের হিসাব দিয়ে থাকে।