ক্রিকেট
এখন মাঠে
0

কাল আবারও মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ম্যাচ শুরু রোববার সন্ধ্যা ৬টায়

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিকে সামনে রেখে আজ (শনিবার, ৪ মে) মাঠে ঘাম ঝরিয়েছে সফররত জিম্বাবুয়ে। এদিন সিকান্দার রাজাদের পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে দেখা গেছে।

অন্যদিকে কোনো অনুশীলন পর্ব রাখেনি টাইগার টিম ম্যানেজম্যান্ট। তবে জিম আর সুইমিং সেশন করেছে শান্তর দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ জিতে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

উইনিং কম্বিনেশন ধরে রাখতে পরবর্তী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু'দলের লড়াই শুরু হবে রোববার সন্ধ্যা ৬ টায়।