শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়া রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে চলমান তাপপ্রবাহের কারণে গতকাল (বৃহস্পতিবার, ২ মে) পর্যন্ত দেশের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট।
উচ্চ আদালতের ওই নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা শেষ হয় গতকাল। সে হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ শনিবার (৪ মে) থেকে খোলা থাকার কথা ছিল। কিন্তু আজ শিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ বিজ্ঞপ্তিতে শনিবার স্কুল, কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেয়া হলো।