গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের যখন পুড়ছে সারাদেশ, তখন উত্তরপূর্বাঞ্চলের সিলেট ভিজলো স্বস্তির বৃষ্টিতে।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে থেমে থেমে মধ্যরাত পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল সিলেট নগরীতে। তবে সন্ধ্যা ৭টা থেকে ভারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত শুরু হয়।
তবে এই ঝড় ও বৃষ্টিতে সিলেট এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আজও আকাশ মেঘলা রয়েছে। এ অঞ্চলে আজও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে চলমান তাপপ্রবাহ কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। আগামীকাল (২ মে) থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।