ফুটবল
এখন মাঠে
0

ডাগ আউটে তর্কে জড়িয়েছেন সালাহ-ক্লপ

এবার প্রকাশ্যে এলো মোহাম্মাদ সালাহ ও ক্লপের দ্বন্দ্ব। গেল শনিবার (২৭ এপ্রিল) ওয়েস্টহ্যামের বিপক্ষে লিভারপুলের পয়েন্ট হারানো ম্যাচে ডাগ আউটে তর্কে জড়ান কোচ ও শিষ্য। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহ মন্তব্য করেন, এ নিয়ে কথা বললে বিরোধের উত্তাপ ছড়িয়ে যাবে। অন্যদিকে, পুরো বিষয়টি এড়িয়ে গেছেন লিভারপুল কোচ।

মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল। এমনকি ক্লপের ক্লাব ছাড়ার ঘোষণার পরও সব প্রতিযোগিতাতেই শিরোপা লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে ছিল দলটি। ফুটবল অনুরাগীদের ধারণা ছিল হয়তো শেষটাও রাঙিয়ে যাবেন লিভারপুল বস।

তবে তা আর হলো কোথায়। একে একে সবকটি আসর থেকে ছিটকে গেছে সালাহ, নুনেজরা। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। তবে এর থেকেও এখন বড় ইস্যু হয়ে দাড়িয়েছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ডাগআউটে সালাহ- ক্লপের উত্তেজনার মুহুর্ত।

দলটির অন্যতম সেরা তারকা সালাহকে ছাড়াই গুরুত্বপূর্ণ এ ম্যাচের একাদশ সাজান ক্লপ। ম্যাচের ৭৯ মিনিটে নুনেজের বদলি হিসেবে তাকে নামাতে চাইলে তখনই বাধে বিপত্তি। তর্কে জড়ান দু'জনই। এক পর্যায় সালাহকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেন নুনেজ। যদিও ম্যাচ শেষে পুরো বিষয়টি এড়িয়ে যান অলরেডদের বস।

ক্লপ এড়িয়ে গেলেও সাংবাদিকদের প্রশ্নে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সালাহ। যা দুজনের সম্পর্কে চিড়টা আরও বড় করে দিয়েছে।

পুরো বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ফুটবল বিশ্লেষকরা। দলের এমন গুরুত্বপূর্ণ ফুটবলারের সাথে কোচের এমন বিবাদ মাঠের খেলায় নেতিবাচক প্রভাব পরতে পারে বলে মনে করেন তারা।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর