অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সাবেক চেয়ারম্যান হারুন রশিদের সভাপতিত্বে ও আবুল খায়েরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জহিরুল ইসলাম (লেবু)।
প্রধান অতিথির বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ জাহেদ চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর কবির হোসাইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিল্লুর রশিদ (লিল) ও ইমরান উদ্দিন।
জানা গেছে, চিলাউড়া প্রবাসী গ্রুপ ২০২২ সাল থেকে প্রতিবছর দুই ঈদে লন্ডনে ঈদ পুনর্মিলনী উদযাপন করে আসছে।
দেশের বিভিন্ন দুর্যোগে দুস্থ-অসহায়দের সহযোগিতায় করে যাচ্ছে এ গ্রুপটি। ২০২২ সালের বন্যায় আর্থিক সহায়তা, চিলাউড়া হাইস্কুল মাঠে শহিদ মিনার নির্মাণ ও চিলাউড়া স্কুলকে কলেজে রুপান্তরিত করার জন্য আর্থিক অনুদান দেয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাজী ইলিয়াস মিয়া, হাজী আব্দুল হামিদ, আব্দুল আলিম, হাজী নাইমুর রহমান (এখলাছ), আনোয়ার মিয়া, হাজী আব্দুল ছোবান, জিহাদুর রহমান জিকু, শাখাওয়াত হোসাইন আহবাব, তোফাজ্জ্বল হোসেন, মইনুল ইসলাম (মিঠু), একরামুল ইসলাম (কয়েস), আজিজুর রহমান, মিলন মিয়া, রিপন মিয়া, শফিক মিয়া, মো. শাহিদ মিয়া, ইমন হোসেন, ইমন মিয়া, হেলাল মিয়া, জহিরুল ইসলাম লেবু, মুজিবুর রহমান লিটন, আব্দুল মুকিত, মোহাম্মদ হোসেন, শামিম আহমেদ দিপু প্রমুখ ।
অনুষ্ঠানে চিলাউড়া হাইস্কুল কমিটি চিলাউড়া প্রবাসী গ্রুপকে দুটি সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করে।