চায়ের শহর সিলেটে চলছে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি সিরিজ। সারাদেশে তীব্রতাপ প্রবাহ চললেও সিলেটে তুলনামুলক গরম কম। তবুও মেয়েদের এই সিরিজ দেখতে গ্যালারিতে দর্শকদের আগ্রহ কম।
সিলেটবাসীকে চলতি সিরিজে স্টেডিয়ামমুখী করতে তাই ভিন্ন আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। নারী দলের অধিনায়ক জ্যোতিসহ, মারুফা ও ফাহিমা সিলেটের কয়েকটি স্কুল পরিদর্শনে যায়। তাদের সাথে ছিলেন নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন। নারী ক্রিকেটারদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা স্কুল শিক্ষার্থীরাও। মেয়েদের ক্রিকেটকে আরও ছড়িয়ে দেয়ার পাশাপাশি স্টেডিয়ামে এসে খেলা দেখারও আমন্ত্রণ জানান জ্যোতিরা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, 'বাচ্চাদের ভিতর এমন উৎসাহ আমাদের জন্য ভালো। কারণ ক্রিকেট বোর্ড এটাই চায় যেন নারী ক্রিকেটের প্রচার-প্রসার হোক। সেটা কিন্তু স্কুল থেকেই শুরু হবে।'
বিসিবির নারী উইংয়ের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমন বলেন, 'আমরা আসলে দেশের নারী ক্রিকেটকে প্রচার করে ছড়িয়ে দিতে চাচ্ছি সবার মাঝে। অবশ্যই আমরা চায় মেয়েদের খেলা দেখতে সবাই মাঠে আসুক।'
সিরিজের ফাকে স্কুল শিক্ষার্থীদের সাথে সুন্দর এক মুহুর্ত কাটাতে পেরে খুশি মারুফা, ফাহিমারাও।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বলতে গেলে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা। ব্যাটিংয়ে একমাত্র জ্যোতি ছাড়া কাউকেই খুজে পাওয়া যায়নি। তাই পরের ম্যাচগুলোতে ভিন্ন কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়া অধিনায়কের কাছে।
অধিনায়ক বলেন, 'সবাই তাদের যোগ্যতা অনুযায়ী ক্রিকেট খেলতে পারে তাহলে ভালো কিছু হবে। গত ম্যাচে যেভাবে ক্রিকেট খেলেছে সেটা খুবই বাজে পারফরম্যান্স ছিল।'
অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর অনেকটাই নির্ভার ভারতের মেয়েরা। দ্বিতীয় ম্যাচের আগের দিন অনুশীলন করতে দেখা যায়নি দলের অধিনায়ক হারমান প্রিত কৌরকে। বাকিরা মাঠে আসলেও ব্যক্তিগত স্কিলের উন্নতি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।