স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনারেের

0

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

আজ (সোমবার, ২৯ এপ্রিল) বিকালে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে এ কথা বলেন নির্বাচন কমিশনার।

তিনি বলেন, 'জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে সকলে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচনেও সকলে ভোটকেন্দ্রে এসে ভোট দিবেন বলে আশা করি।'

নির্বাচন কমিশনার বলেন, 'নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে।'

এর আগে রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

এ সময় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস