দেশে এখন
শিক্ষা
0

কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মামুন উল হক

কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (আইটিসি) মো. মামুন উল হককে বোর্ডের নতুন চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

২১ এপ্রিল, রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আনিসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বোর্ডের পরিচালকের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এদিকে মুঠোফোনে এখন টিভিকে নতুন চেয়ারম্যান অধ্যাপক মো. মামুন উল হক বলেন, ‘কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে যে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ চক্র ছিল এটি সরকার এবং বোর্ড প্রশাসনের চোখ এড়িয়ে তারা এ কাজ করছিল। কিন্তু সাংবাদিক বন্ধুরা এটা ধরিয়ে দেয়ায় তাদেরকে আমার কৃতজ্ঞতা জানায়। সব দুর্নীতিকে হটিয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে ভূমিকা রাখার চেষ্টা করবো।’

অন্য একটি বিজ্ঞপ্তিতে, এদিন কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে অব্যাহতি (ওএসডি) দেওয়া হয়।

ইএ