ইউরোপ
বিদেশে এখন
0

ইউক্রেনকে অস্ত্র সহায়তায় অগ্রাধিকারের আহ্বান

নিজেদের প্রতিরক্ষা খাত সমৃদ্ধ করার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ।

তিনি বলেন, 'ন্যাটো সদস্য দেশগুলোর উচিত ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা।'

ন্যাটো প্রধান বলেন, 'যদি জিজ্ঞাসা করা হয়, ন্যাটোর নিজের সক্ষমতা বাড়ানো উচিত, না ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়া উচিত, তাহলে চোখ বন্ধ করে ইউক্রেনকে সহযোগিতা করতে হবে।'

এই সময়টায় অস্ত্রের অভাবে ইউক্রেন যুদ্ধক্ষেত্র পিছিয়ে পড়ায় কিয়েভকে সহযোগিতা করতে সব দেশের প্রতি আহ্বান জানান ন্যাটো প্রধান। সহায়তা আটকে যাওয়ার পর থেকে পশ্চিমা নেতাদের সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলে আসছেন, সহায়তা না পেলে ইউক্রেন যুদ্ধে হেরে যাবে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর