বিকালে রাজধানীর পূর্বাচল, বসুন্ধরা, মোহাম্মদপুর, তেজগাঁওসহ বেশ কিছু স্থানে বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির সঙ্গে ছিল কালবৈশাখীর বাতাস। ভিজেছে নগরীর অধিকাংশ সড়ক। এতে অফিস থেকে ঘরমুখো মানুষ কিছুটা বিপাকে পড়লেও প্রচণ্ড গরম থেকে বাঁচতে পেরে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীতে। এর ফলে দিনভর যে তাপমাত্রা ছিল তাও কিছুটা কমতে শুরু করে।
এদিকে ঢাকায় আজ বুধবার পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
বুধবার দুপুর পর্যন্ত ঢাকার তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলিসিয়াস, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়া অফিস দুঃসংবাদ দিয়ে বলছে, আগামী ২০ তারিখের পর আরও বাড়বে তাপমাত্রা।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, 'আগামী ২০ এপ্রিলের পর থেকে আরও বেশি তাপপ্রবাহ শুরু হবে। ৮ বিভাগেই হয়তো এই তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।'